Homeঅর্থনীতি-ব্যবসা১০ উইকেটের নতুন উচ্চতা ছুঁয়ে মিরাজের ২০০

১০ উইকেটের নতুন উচ্চতা ছুঁয়ে মিরাজের ২০০

ম্যাচ ততক্ষণে জমে উঠেছে কিছুটা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গ্যালারির গুটিকয় দর্শক তখন স্লোগান শুরু করেন, ‘মিরাজ, উইকেট… মিরাজ, উইকেট!’ কিছুক্ষণ পরই ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে দেন মিরাজ। ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি ধরা দেয় তার আরও কিছু অর্জন।

শেষ পর্যন্ত ম্যাচটি জেতাতে পারেননি মিরাজ। তবে দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ২৭ বছর বয়সী স্পিনার। সাকিব আল হাসান ও তাইজুল ইসলামকে টপকে তিনি উঠে গেছেন নতুন উচ্চতায়।

৫১ টেস্টে ১৯০ উইকেট নিয়ে সিলেট টেস্ট শুরু করেন মিরাজ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে পেসারদের দাপটের পর শেষের ৫ উইকেট একাই নিয়ে নেন অফ স্পিনার। দ্বিতীয়বার তিনি নিজেই নেন দায়িত্ব। চমৎকার বোলিংয়ে লড়াইয়ে রাখেন বাংলাদেশকে। এবারও তার শিকার ৫ উইকেট।

এ নিয়ে তৃতীয়বার এক টেস্টে অন্তত দশ উইকেট পেলেন অভিজ্ঞ অফ স্পিনার। দেশের আর কারও নেই এই কৃতিত্ব। ম্যাচে দুবার করে দশ উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের কাছে প্রায় সাত বছর হারের স্বাদ পাওয়া টেস্টে বাংলাদেশের জন্য ইতিবাচক নেই তেমন কিছু। কিছুটা প্রাপ্তি বলা যেতে পারে শুধু মিরাজের বোলিং। দুই ইনিংসেই বুদ্ধিদীপ্ত বোলিং করে সফল তিনি।

প্রথম ইনিংসে প্রথম স্পেলে তেমন সুবিধা করতে পারেননি মিরাজ। পরে নতুন স্পেলে গতির বৈচিত্র নিয়ে হাজির হন তিনি। উইকেট থেকে তেমন সহায়তা না পেলেও ভালো জায়গায় বোলিং করে নেন একের পর এক উইকেট।

দ্বিতীয় ইনিংসে উইকেট থেকে কিছুটা সহায়তা অবশ্য পান। টার্নের সঙ্গে কিছুটা লাফিয়ে ওঠা বলে ফেরান শন উইলিয়ামসকে। এর আগে বিপজ্জনক হয়ে ওঠার দুই ওপেনারকেও আউট করেন তিনি।

জিম্বাবুয়ে যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবার নিয়াশা মায়াভো ও ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে গ্যালারির শখানেক দর্শককে খানিকটা জাগিয়ে তোলেন। নিজে পৌঁছে যান দুইশ উইকেটর ঠিকানায়।

৫২ টেস্টে ২০০ ছুঁয়ে তিনি আছেন তাইজুল ও সাকিবের মাঝামাঝি। এই মাইলফলক ছুঁতে তাইজুলের লেগেছিল ৪৮ টেস্ট, সাকিবের ৫৪টি।

শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেননি মিরাজ। তবে দ্বাদশবারের মতো ৫ উইকেট পাওয়ার আত্মবিশ্বাস সঙ্গী হবে তার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments