প্রতিবেশীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ী করেন আহত মনিরুলের স্ত্রী
বোয়ালখালী পৌর এলাকায় অতর্কিত হামলায় আহত মনিরুল ইসলামের (৪৩) শারীরিক অবস্থা সংকটাপন্ন। করতে হবে অপারেশন।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মনিরুল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ইউছুপ জানের বাড়ির মৃত হারুনের ছেলে।
মনিরুলের ওপর অতর্কিত হামলার ঘটনায় গত ২৫ মে রাতে তার স্ত্রী রোজী আকতার বাদী হয়ে বোয়ালখালী থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামীয় ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এর আগে গত ২১ মে পশ্চিম গোমদণ্ডী শনির বাড়ি এলাকায় একটি সালিসি বৈঠকে প্রতিনিধি হিসেবে যান মনিরুল। বৈঠক শেষে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। এরপর চমেক হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন মনিরুল।
মনিরুলের স্ত্রী রোজী আকতার বলেন, স্থানীয় বন্দে আলী তালুকদার বাড়ির কামালদের সাথে পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরে কামাল ও তার ছেলে জামাল মিলে পরিকল্পিতভাবে আমার স্বামীর উপর এ হামলা করেছে। আমার স্বামীর মাথার খুলি ফেটে চৌচির হয়ে গেছে। এখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি (মনিরুল)। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অপারেশন করাতে হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আহত মনিরুলের স্ত্রী এ মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলোকিত চট্টলা/ ইমরান নাজির
Recent Comments