HomeUncategorizedকালুরঘাট সেতুতে দুর্ঘটনায় বোয়ালখালীর এক কলেজ ছাত্র নিহত..

কালুরঘাট সেতুতে দুর্ঘটনায় বোয়ালখালীর এক কলেজ ছাত্র নিহত..

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আসিফ উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার শের মিয়ার ছেলে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, পিকআপের পেছনে দাঁড়িয়ে পাড় হচ্ছিল আসিফ। সেতু থেকে নামার সময় সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আসিফ তার মামার বাড়ি রাঙ্গুনিয়া থেকে পিকআপে করে বিক্রির জন্য ১টি গরু ও কাঁঠাল নিয়ে বাড়িতে ফিরছিল বলে জানিয়েছেন আসিফের এক প্রতিবেশী। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কালুরঘাট সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক যুবক আহত হয়ে হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলোকিত চট্টলা / ইমরান নাজির

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments