চলতি মাসের শুরুতে বার্ষিক নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে নয় থেকে দশে নেমে গেছে বাংলাদেশ। তবে টি–টোয়েন্টিতে অবনতি হলেও আজ বুধবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে সুখবর পেলো নিগার সুলতানার জ্যোতির দল।
বার্ষিক হালনাগাদে ওয়ানডে ফরম্যাটে উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের। এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তারা। বর্তমানে বাংলাদেশের রেটিং ৭৯। এত দিন সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নয়ে।
সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দল। দুইয়ে আছে ইংল্যান্ড আর তিন নম্বরে ভারত।
আইসিসি মোট ১৫ দল নিয়ে ওয়ানডে র্যাঙ্কিং করেছে। বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট হারানোয় ওয়ানডে মর্যাদা খুইয়েছে যুক্তরাষ্ট্র।
আলোকিত চট্টলা / ইমরান নাজির।
Recent Comments