আজ বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে মুড়ির মিল সংলগ্ন শ্রমিক দলের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা খাদ্য গুদামের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম শওকত,বোয়ালখালী উপজেলা শ্রমিকদল এর সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন দুলাল এর সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদল এর সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুল সত্তার ও পৌর শ্রমিকদল এর সাধারন সম্পাদক মিজানুল হকের যৌথ সঞ্চালনায় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা শ্রমিকদল এর সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, বোয়ালখালী পৌরসভা শ্রমিকদল এর সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু,জাবেদ মেহেদী হাসান সুজন, আলহাজ্ব জাকির হোসেন, হাজী আবু আকতার,মোহাম্মদ খালেদ,মোহাম্মদ সেকান্দর,প্রবাসী বিএনপি নেতা শাহিনুর সাহিন,সৌয়দ দিদরুল আলম রিটন,পৌরসভা যুবদল এর সভাপতি মোহাম্মদ লোকমান,মোহাম্মদ ইকবাল,ইউনুস,ইমরানুল হক জিকু,সাহাদাত,কাস্তুরী স্বত্বাধিকারী যুবদল নেতা লোকমান,ইরফান,বেলাল,ইকবাল, মোহাম্মদ ইউসুফ, ছাএদল নেতা এনামুল হক সজিব,জিসান,উপজেলা শ্রমিকদল নেতা সৌয়দ বেলাল ,তৌহিদুল ইসলাম আবিদ,সারোয়ার আলম টুটুল,রুবেল,এন এ আযাদ,হোসেন চৌধুরী,জুয়েল,রবি,নুর মোহাম্মদ মঞ্জুর,আবুল হোসেন মানিক,সাইফুল আলম,পৌরসভা শ্রমিকদল সিনিয়র সহ সভাপতি লোকমান, এসকান্দর,শাখিল তালুকদার,জুয়েল,রবিউল হোসেন শিহাব,মাবুদ,নোমান,সুমন,ইসমাইল,সেলিম,মাহমুদ,ফরিদ,শামশুল আলম,বেলাল উদ্দিন ইপতি, সালেহ আহম্মদ সওদাগর, টিটু,সাকিব,জিয়া উদ্দিন বাবলু,দিদার,জুল্লুস,আব্দুল আওয়াল সাজিদ,মঞ্জুর আলম চৌধুরী,নজরুল,নুরুন্নবী চৌধুরী ও জিয়া।
আলোকিত চট্টলা/ ইমরান নাজির
বোয়ালখালী উপজেলা
Recent Comments