জামিন নিতে গিয়ে কারাগারে পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল
চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পর দায়ের করা মামলায় তিনি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে জামিন নিতে গেলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইয়ুব বাবুলের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পটিয়ায় সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।
আলোকিত চট্টলা / ইমরান নাজির…
Recent Comments