ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে অস্থিরতার জের এখনও টানছে বাংলাদেশের অর্থনীতি; বিনিয়োগে খরা আর ব্যবসা-বাণিজ্যে ধীরগতির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে চলতি অর্থবছর শেষে অর্থনৈতিক কার্যক্রমের প্রবৃদ্ধি আরও কমবে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
কোভিড মহামারীর আগে ২০১০ সাল থেকে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি বজায় রাখা বাংলাদেশে এতটা কম প্রবৃদ্ধি ২০২০ সালের পর থেকে হয়নি। মহামারীকালীন সময়ে ও পরেও জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি ছিল।
Recent Comments