HomeUncategorizedবিশ্বকাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাসী অধিনায়ক জ্যোতি 

বিশ্বকাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাসী অধিনায়ক জ্যোতি 

বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে আগামীকাল (৩ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে জায়গা করে নিতে বাছাইপর্বে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্স এবং বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ (বুধবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমরা নিয়মিত খেললেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেছি। তবে সম্প্রতি তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে। এর আগে আমাদের প্রথম দুই ম্যাচ থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে, তাই তাদের নিয়েও আমাদের প্রস্তুতি আছে। “

ভালো শুরু, ভালো ফল

সাফল্যের জন্য ব্যাটারদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন অধিনায়ক, “শুরুতেই যদি আমরা ভালো একটা মোমেন্টাম তৈরি করতে পারি, তাহলে পুরো টুর্নামেন্টে আমাদের জন্য সুবিধা হবে। ব্যাটিং যদি ভালো করতে পারি, তাহলে দল হিসেবে ভালো করা সম্ভব হবে। “

পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং-বান্ধব হয়, তবে এই কন্ডিশনে বোলারদের কার্যকারিতা নিয়েও আত্মবিশ্বাসী তিনি, “আমাদের বোলাররা সবসময় দারুণ পারফর্ম করে। তারা সবসময় ব্যাটারদের ভালো ব্যাকআপ দেয়। ব্যাটিং উইকেটে আমাদের লক্ষ্য থাকবে যেন বোলাররা আরও ভালোভাবে নিজেদের সামর্থ্যের প্রয়োগ করতে পারে। “

বিদেশের কন্ডিশনে কৌশলগত পরিবর্তন

বাংলাদেশের স্পিননির্ভর বোলিং আক্রমণ বরাবরই দেশের কন্ডিশনে কার্যকর। তবে বিদেশের কন্ডিশনে ভিন্ন কৌশলে এগোতে হবে বলে মনে করেন জ্যোতি, “দেশের উইকেটে স্পিনারদের জন্য সুবিধা থাকে, ঠিক জায়গায় বল করতে পারলে উইকেট পাওয়া যায়। কিন্তু বিদেশের উইকেটে বোলারদের বেশি পরিশ্রম করতে হয়। তাই উইকেট নেওয়ার চেষ্টা না করে ইকোনমিক্যাল বোলিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রতিপক্ষকে কম রানে আটকে রাখা যায়। “

বাছাইপর্বের সূচি

আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে ছয় দলের এই বাছাইপর্ব। এখান থেকে সেরা দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে।

বাংলাদেশ দল তাদের বাছাইপর্বের ম্যাচগুলো খেলবে:

১০ এপ্রিল: থাইল্যান্ড
১৩ এপ্রিল: আয়ারল্যান্ড
১৫ এপ্রিল: স্কটল্যান্ড
১৭ এপ্রিল:ওয়েস্ট ইন্ডিজ
১৯ এপ্রিল: পাকিস্তান (স্বাগতিক)

বিশ্বকাপে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল বাছাইপর্বে নিজেদের সেরা ক্রিকেট খেলতে চায়। এখন দেখার বিষয়, জ্যোতির নেতৃত্বে টাইগ্রেসরা কেমন পারফর্ম করতে পারে!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments